ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

ঈশ্বরদীতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে ও খামারিদের উদ্বুদ্ধকরণে পাবনার ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে গবাদিপশুদের বিনামূল্যে ভ্যাকসিনেশন ডিওয়ারমিং (ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়ার মোল্লার চরে এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে গবাদিপশু ও হাঁস মুরগির স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে টিকা প্রদান, বিনামূল্যে কমিনাশক বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আকলিমা খাতুন, ভেটেনারি সার্জন ডা. ফারুক হোসেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মইরূল ইসলাম খান, এলএফএ নূর নবীন, এএসও রিফাত আকাশ, এলএসপি জয়ন্ত কুমার সরকার ও ভ্যাকসিনেটররা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত