ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জেলে দগ্ধ

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জেলে দগ্ধ

সাগরে মাছধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের কমলনগরের এক জেলে দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান বাজার মাছঘাটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ জেলের নাম হেমায়েত উদ্দিন প্রকাশ হেমা মিয়া (৪২)। তিনি উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকার বাসিন্দা। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঘটনার সময় হেমা মিয়া ঘাটে নোঙর করে রাখা ট্রলারে রান্না করছিলেন। এ সময় হঠাৎ করে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ট্রলারটি ফেটে দুই টুকরো হয়ে যায়। এ সময় জেলে হেমা মিয়া গুরুতর দগ্ধ হলে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত