
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে একটি প্রাইভেটকারের ধাক্কায় বাবা মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল শুক্রবার সকাল ৮টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোলাম সরোয়ার (৪২) তার শিশু কন্যা মুসকান (৩), শ্যালক মো. সাগর (৩০)। মো. সাগর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে নিহত হয়। আহতরা হলেন- নিহত গোলাম সরোয়ার স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহম্মেদ ইমতিয়াজ (৯), গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩০)। সবাই ঢাকা উত্তরা ১০নং সেক্টরের বাসিন্দা।
নিহতে গোলাম সরোয়ারের শ্যালক নাজমুল হোসেন জানান, পরিবার নিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে পথেমধ্য এ দুর্ঘটনা ঘটে। একই পরিবারের সবাই। এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেছে। একটি পরিবার শেষ হয়ে গেছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন জানান, প্রাইভেটকার গাড়ির চালকের চোখে ঘুম ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।