
ফরিদপুরের মধুখালী উপজেলাকে শতভাগ নিরক্ষর মুক্ত করে গড়ে তুলতে প্রতিটি পরিবারকে শিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয়ে সামাজিক সংগঠন ফারিদা আরভী শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও অর্থ বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার মধুখালীতে অবস্থিত মধুবন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আব্দুল ওহাব লাইব্রেরির হলরুমে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ফারিদা আরভী শিক্ষা পরিবারের সভাপতি জামান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন- আবু সাঈদ মিয়া, আব্দুল মালেক শিকদার, রামদিয়া উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষিকা দিলখুস আরা, কামাল দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, মেছড়দিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হাই মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিরা।