
গতকাল শনিবার দিনাজপুরের অরবিন্দ শিশু হাসপাতালে পরিদর্শন করতে গিয়ে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, মানব সেবাই হচ্ছে পরম ধর্ম।
আপনারা যা কিছু করেন না কেন তা পরকালের জন্য। জীবের সেবার মধ্যে মানবতার সেবা রয়েছে। সেদিক দিয়ে অরবিন্দ শিশু হাসপাতালের কার্যক্রম আমার ভালো লেগেছে। ভালো সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল মা ও শিশুর স্বাস্থ্যসেবায় যথেষ্ট ভূমিকা রাখছে। অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনিবার্হী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে পরিদর্শন শেষে হাসপাতালের হলরুমে নিবার্হী কমিটির সদস্যদের সঙ্গে জেলা প্রশাসক মতবিনিময় করেন। অরবিন্দ শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক শামিম কবির হাসপাতাল পরিদর্শনকালে এনআইসিইউ, শিশু বিভাগ, গাইনি বিভাগ, দন্ত বিভাগ, অপারেশন থিয়েটারসহ রোগীদের উন্নতমানের এবং আধুনিক প্রযুক্তির সেবা প্রদানের বিষয়গুলো তুলে ধরেন