ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ‘তারুণ্যের উৎসব’

নারায়ণগঞ্জে ‘তারুণ্যের উৎসব’

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে নারায়ণগঞ্জে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা নিজেই রক্তদান করে এ উৎসবের উদ্বোধন করেন। কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের সহযোগিতায় দিনব্যাপী এ রক্তদান কর্মসূচি এবং ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন।

কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক বলেন, রক্তদান মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত। যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে, তারাই উপলব্ধি করতে পারবে রক্তদানের প্রকৃত তৃপ্তি। রক্তদান করলে শরীর দুর্বল হয় না; বরং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীর সতেজ থাকে।

এ সময় তিনি সব সুস্থ ও সবল মানুষকে নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবিক এই উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত