ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ধনু নদে স্পিডবোট ডুবিতে চারজনের লাশ উদ্ধার

ধনু নদে স্পিডবোট ডুবিতে চারজনের লাশ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তিন জনের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গত শনিবার আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল।

গত শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে স্পিডবোট ডুবির এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন শিশুসহ চারজন নিখোঁজ ছিল। উদ্ধাররা হলো- খালিয়াজুরীর আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে ঊষামণি (৫), একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে মোছা. শিরিন আক্তার (১৮) ও সামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিখোঁজদের মধ্যে গত শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ঊষামণির (৫) ভসমান লাশ উদ্ধার করা হয়। পরে গতকাল রোববার সকালে ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে লায়লা আক্তার (৭) ও শিরিন আক্তারের (১৮) লাশ ভেসে উঠে। পরে দুপুরে সামিয়া আক্তারের (১১) একই স্থানে ভেসে উঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত