ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রেললাইনের ওপর থেকে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

রেললাইনের ওপর থেকে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের ওপর থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার দুপুরে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের উপজেলার সোনাখালী এলাকায় থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম নিলয় দাস। তিনি ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর এলাকার বাসিন্দা। তার আনুমানিক বয়স ৩৭ বছর। তিনি পোশাক শ্রমিক ছিলেন। এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সোনাখালী এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনের ওপরে এক লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা রেলওয়ে পুলিশ ও পাশের হাইটেক সিটি রেলস্টেশনে খবর দেয় দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পোশাক শ্রমিক নিলয় দাসের লাশ উদ্ধার করে। পরে তার পরিবারের সদস্যদের খবর দেয় পুলিশ। এ ব্যাপারে জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাদির উজ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত