ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় তাসমিয়া (৭) নামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ এলাকার আনন্দমেলা সিনেমা হলের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত তাসমিয়া উপজেলার দশমিনা সদর ইউনিয়নের সৈয়দ জাফর এলাকার হাওলাদার বাড়ির মো. বশির হাওলাদারের মেয়ে। তারা পরিবারের সব সদস্য চর হসনাবাদ এলাকার আনন্দ মেলা সিনেমা হলের উত্তর পাশে শিশুটির নানা বাড়িতে পরিবারের সবাই বসবাস করতেন। নিহত তাসিময়া দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তাসিময়া ১২টার সময় স্কুল থেকে এসে দুপুর দেড়টার দিকে তাদের ঘরের পূর্ব দক্ষিণ পাশের একটি পুকুর পাড়ে খেলাধুলা করছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত