ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সহকারী নির্বাহী প্রকৌশলীর অবসরোত্তর বিদায় সংবর্ধনা

সহকারী নির্বাহী প্রকৌশলীর অবসরোত্তর বিদায় সংবর্ধনা

বাংলাদেশ রেলওয়ের চাঁদপুর-লাকসাম ও কুমিল্লা অঞ্চলের দায়িত্বরত সহকারী নির্বাহী প্রকৌশলী ও চাঁদপুর শহরের ছেলে লিয়াকত আলী মজুমদারের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুর ২টায় কুমিল্লা রেল স্টেশন সংলগ্ন সহকারী নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে অত্র কার্যালয়ের, চাঁদপুর ও লাকসামের কর্মকর্তা ও কর্মচারীরা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) চট্টগ্রাম মো. তানভিরুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, লিয়াকত আলী মজুমদার নিজে রেলওয়ের এই অঞ্চলের জন্য ছিলেন একটি প্রতিষ্ঠান। তার হাত ধরে এই অঞ্চলের লোকজন কাজ শিখেছেন। রেলওয়ের কাজকে তিনি নিজের মতো করে নিয়েছেন। আমরা সবসময় সার্বিক সহযোগিতা পেয়েছি। রেলওয়েকে আপন করে নেওয়ায় বাংলাদেশ রেলওয়ে তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। সর্বশেষ তিনি সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে অবসরে গেলেন। সহকারী নির্বাহী প্রকৌশলী কুমিল্লা মো. আকরাম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় প্রকৌশলী-১, চট্টগ্রাম আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন ও চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিছুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় প্রকৌশলী আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন বলেন, আমরা একাডেমিকভাবে যে পড়াশুনা করেছি তাতে বাস্তবতা ছিল না। কিন্তু আমি কর্মজীবনে প্রবেশের পর প্রথমে যখন বাস্তবে কাজ দেখার জন্য এসেছি তখন আমাকে বাস্তবকাজগুলো খুবই চমৎকারভাবে জানা ও বুঝার জন্য লিয়াকত আলী মজুমদারের সহযোগিতা পেয়েছি। তিনি একজন প্রাণবন্ত ও কর্মদক্ষ লোক ছিলেন। তিনি এ অঞ্চলের লোকদের কর্মক্ষেত্রে যে শিক্ষা দিয়েছেন, তা ভুলারমত নয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বিদায়ী অতিথি সহকারী নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদারকে সম্মাননা স্মারক তুলেদেন প্রধান নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম (পূর্ব) মো. তানভিরুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত