ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ধামরাইয়ে হেরোইনসহ তিন কারবারি আটক

ধামরাইয়ে হেরোইনসহ তিন কারবারি আটক

ঢাকার ধামরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩১ লাখ টাকার মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। সংবাদ সম্মেলন জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. শরীফকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। এছাড়া, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় পৃথক অন্য এক অভিযান থেকে মাদক কারবারি শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে আরও ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা। পরে আটকদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত