
রংপুরের পরিগঞ্জ উপজেলা সদরস্থ পীরগঞ্জ মহিলা কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন ছাত্রীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার এর উদ্বোধন করেন- রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কলেজটির পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে কলেজটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজটির বেশ কয়েকজন শিক্ষক ও নবাগত শিক্ষার্থীর পক্ষে এক শিক্ষার্থী বক্তব্য রাখেন।
সভায় বক্তারা নবীন ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটানোর পরামর্শ দেন। এ সময় নবাগত ছাত্রীরা প্রতিজ্ঞা করেন নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।