ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভোলায় সেমিনার

ভোলায় সেমিনার

ভোলা সরকারি মহিলা কলেজে ‘শিক্ষায় আধুনিকীকরণ পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কলেজের সমাজকর্ম বিভাগ এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন। প্রবন্ধ উপস্থাপন করেন- সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।

এ সময় বক্তব্য রাখেন- সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশীদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হালিম এবং ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন- সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা বেগম। বক্তারা বলেন, দেশে এখনও প্রায় দুই শত বছরের পুরোনো শিক্ষা পদ্ধতি চালু রয়েছে। আধুনিক পদ্ধতিগুলোকে শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে হলে শিক্ষার্থীদের প্রক্রিয়াভিত্তিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি পদ্ধতিগত শিক্ষায় শিক্ষকদের সক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত