ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সোনারগাঁয়ে গাছের চারা বিতরণ

সোনারগাঁয়ে গাছের চারা বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা গাছ বিতরণ করা হয়েছে।

গতকাল প্রতাপের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ চারা গাছ বিতরণ করা হয়। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ট্যুারিস্ট পুলিশের সোনারগাঁ অঞ্চলের অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, সমাজসেবক মো. হান্নান বেপারী, আশরাফুল ইসলাম আশরাফ, প্রতাপের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানাউল্লাহ বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মোক্তার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার আলোকিত বাংলাদেশের সাংবাদিক শফিকুল ইসলাম, খবরের কাগজের সাংবাদিক ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা গাছ বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত