ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩৯ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩৯ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ বাণিজ্য, টেন্ডার সিন্ডিকেটসহ নানা একাডেমিক ও প্রশাসনিক অনিয়ম-দুর্নীতির অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক ও ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত মঙ্গলবার এ নোটিশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী আগামী ১০ কার্যদিবসের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ে জবাব না দিলে প্রশাসন একতরফাভাবে পরবর্তী ব্যবস্থা নিতে পারবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, সিন্ডিকেট গঠিত তদন্ত কমিটিগুলো বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে, তাদের শোকজ করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের লিখিত জবাব জমা দিতে হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শোকজপ্রাপ্ত ২০ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে রয়েছেন কৃষিবিদ হুমায়ুন কবির, ডিডি নজরুল ইসলাম, মাহবুব এলাহি চৌধুরী, আ. হালিম, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মাহবুব, রাধেশ্যাম, ডেপুটি রেজিস্ট্রার রেবেকা সুলতানা, ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) নাজমুল হুদা, উপ-পরিচালক ওমর ফারুক সরকার, এসএম কাউসার আহমেদ, হল সুপারভাইজার সোহেল রানা, পারসোনাল অফিসার রোজিনা, কেয়ারটেকার আসাদুজ্জামান, সিনিয়র প্লাম্বার আসাবুল, সহকারী ইঞ্জিনিয়ার জান্নাতুল নাঈম, তবলা বাদক মশিউর রহমান, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নির্মল চন্দ্র ও ডা. মমতাজ।

এছাড়াও, শোকজ প্রাপ্ত ১৯ জন শিক্ষকের মধ্যে বাংলা ও দর্শন বিভাগের তিনজন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একজন, থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজের তিনজন, সংগীত বিভাগের তিনজন, চারুকলার দুইজন, ইংরেজি একজন, ফিল্ম অ্যান্ড মিডিয়া একজন, ফোকলোর একজন, সিএসসি একজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত