ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাবাকে খুন করে বস্তায় ভরে মাটিচাপা, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

বাবাকে খুন করে বস্তায় ভরে মাটিচাপা, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার পর বস্তায় ভরে লাশ মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া কুরিমারিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় ধানখেত থেকে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মোহাম্মদ ছৈয়দ (৫০)। স্থানীয়দের ভাষ্য, ছৈয়দের পরিবার দীর্ঘদিন ধরে কলহে জড়িত ছিল। কয়েক বছর আগে তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে খুরুশকুল এলাকায় বসবাস শুরু করে। গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সন্দেহ করে। পরে ধানখেতের ভেতরে মাটিচাপা দেওয়া লাশ খোঁজ মেলে এবং পুলিশে খবর দেওয়া হয়। গ্রেপ্তার রফিকের স্ত্রী শারমিন আক্তার জানান, গত সোমবার ভোরে নামাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী-সন্তানের সঙ্গে তর্কে জড়ান ছৈয়দ। এ সময় ছেলে রফিক লাঠি দিয়ে বাবাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ বস্তায় ভরে প্রথমে ঘরে রাখা হয়, রাতে ধানখেতে মাটি চাপা দেওয়া হয়। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াছ খান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের ছেলে রফিককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত