
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাঙামাটিতে পুলিশ প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন। সভায় সঞ্চালনা করেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসাইন। সভায় পূজা উদযাপন কমিটির নেতারা আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের সক্রিয় সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও সফল করবে। তথ্য দিয়ে সহায়তা করলে নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কাম্য, যাতে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিরা নূরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।