ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গোদাগাড়ীতে তিন পেট্রোল পাম্পে জরিমানা

গোদাগাড়ীতে তিন পেট্রোল পাম্পে জরিমানা

রাজশাহীর গোদাগাড়ীতে তেল কম দেওয়ার অভিযোগে ৩টি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) শাকিব হাসান ও নাঈম হোসেন। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ। এ সময় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত জানায়, মেসার্স আবুল কাশেম অ্যান্ড ব্রাদার্স এর ৫ হাজার টাকা, মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনের ১০ হাজার টাকা, এবং মেসার্স এসআর ফিলিং স্টেশনের ১০ হাজার টাকা জরিমানা।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলছে। কোনো ব্যবসায়ী আইন লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না। সঠিক ও ন্যায্য ওজন নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত