ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালীতে মণ্ডপে মণ্ডপে নানা আয়োজন

বোয়ালখালীতে মণ্ডপে মণ্ডপে নানা আয়োজন

ঘনিয়ে আসছে শারদীয় দুর্গাপূজা। এ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব ঘিরে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা বীণাপাণি সংঘে এবারের আয়োজন ‘স্বংয়বর’। দেবী যোগাদ্যা রূপে পূজিত হবেন দেবী দূর্গা। এ মণ্ডপের আয়োজকরা জানান, পৌরাণিক মহীরাবণের আরাধ্যা ভদ্রকালীই দেবী যোগাদ্যা রূপে পূজিত হন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের সতীপীঠে। এছাড়া প্রাচীন সমাজে উচ্চবংশীয় রাজকন্যার বিবাহকে ঘিরে যে প্রথা প্রচলিত ছিল তাকে বলা হতো ‘স্বংয়বর’। প্রতিবছরের ন্যায় এবারের আয়োজনেও দূরদূরান্ত থেকে লোকসমাগম ঘটবে বলে আশাবাদী এ মণ্ডপ কমিটি।

একই এলাকার জ্যৈষ্ঠপুরা মৈত্রী সংঘ ও দেবেন পাঠাগারের পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। চলছে রঙের কাজ। রং তুলিতে আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী মঙ্গল পাল। তিনি দীর্ঘদিন ধরে এ মণ্ডপের জন্য প্রতিমা তৈরি করেন। মঙ্গল পাল বলেন, আয়োজকদের চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করছি। এছাড়া আরও দুইটি মণ্ডপে প্রতিমা তৈরির অর্ডার নিয়েছি। আয়োজক কমিটির সদস্য শিবাশীষ সেন শঙ্কু জানান, মৈত্রী সংঘ ও দেবেন পাঠাগারের উদ্যােগে এবারের আয়োজন হচ্ছে মন্দিরের ছায়ায় মা ভুবনেশ্বরীর নবরূপ। এছাড়া দুর্গোৎসবে ভক্তিমূলক গান, নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের থাকবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীল বলেন, বোয়ালখালীতে ১৬৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সার্বজনীন ৯৭টি ও ব্যক্তিগত মণ্ডপ রয়েছে ৭০টি। উপজেলার প্রায় মণ্ডপের প্রতিমা পুরোপুরি প্রস্তুতও হয়ে গেছে।

মণ্ডপ তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। হিন্দু পঞ্জিকা অনুসারে, আগামী ২১ সেপ্টেম্বর দুর্গাপূজার উদ্ভবস্থল করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড় চূড়ায় মেধস মুনির আশ্রমে মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দেবী পক্ষের আনুষ্ঠানিক সূচনা ঘটবে। এইদিন দেবী দুর্গাকে পূজা অর্চনা বাদ্য বাজিয়ে মর্ত্যে আহ্বান জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। এরপর ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে ৫ দিনব্যাপী দুর্গাপূজার। এ উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় তিনস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা কাজ করছে। পূজা উপলক্ষে তিনস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। সার্বক্ষণিক পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত