ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় সৌহার্দ্য সমাবেশ

নওগাঁয় সৌহার্দ্য সমাবেশ

নওগাঁয় শারদীয় দুর্গোউৎসব উপলক্ষে সুধীজনদের সঙ্গে সৌহার্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

এ সময় নওগাঁ পুলিশ সুপার সাফিউল সারোয়ার, পত্নীতলা ১৪ বিজিবির উপ-অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন, নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক কর্নেল আরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ইমাম ও মোয়াজ্জেম কমিটির নেতারা, সাংস্কৃতিক, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান- জলার ১১টি উপজেলায় ৭৯৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোপূজা অনুষ্ঠিত হবে। আর এ লক্ষে পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে জন্য সবার সহযোগিতা কামনা করা হয়। এছাড়া পূজাকে কেন্দ্র করে আতশবাজি ফোটানো যাবে না এবং এবং প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত