ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা

নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিক আয়ুবের ওপর হামলা চালিয়েছেন সন্ত্রাসীরা। স্থানীয় সাংবাদিকরা আহত আয়ুবকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক সমাজে অসন্তোষ বিরাজ করছে। র‌্যাব-১১, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা পিপিএম সেবা জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী ইদন মিয়া (৬২) নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইদন মিয়া (৬২) আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত