প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ভোলায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা ও সফলতার অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মসূচি পরিচালিত হয়। নারী পক্ষের উদ্যোগে এবং ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় গত বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভোলার তিন উপজেলার দেড় শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য রাখেন, নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিফাত ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেছ আলী * আলোকিত বাংলাদেশ