
কিশোরগঞ্জের কটিয়াদীতে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফরিদ মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের মণ্ডলভোগ রেলওয়ে ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ফরিদ মিয়া উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ফরিদ মিয়া সৌদি আরবে যাওয়ার জন্য জনশক্তি রপ্তানির ট্রাভেল এজেন্সিতে পাসপোর্ট ও টাকা জমা দিয়ে যাবতীয় কাজ সমাপ্ত করে ভিসার অপেক্ষায় ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তার লাশের পাশে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি বাহা উদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।