প্রিন্ট সংস্করণ
০০:০০, ২২ সেপ্টেম্বর, ২০২৫
বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এসএস পাওয়ার প্ল্যান্টের দক্ষিণ পাশে অবৈধভাবে গড়ে উঠা গণ্ডামারা সমিতি ঘোনার পশ্চিম পাশে বঙ্গোপসাগরের কূলঘেঁষে সরকারি খাস খতিয়ান, বিসিক ও উপকূলীয় বন বিভাগের কয়েক হাজার একর জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা। গত শনিবার বিকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদুল আলম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকনসহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর যৌথ অভিযান পরিচালিত হলেও দুষ্কৃতকারীরা স্কেভেটর ফেলে পালিয়ে যায় * আলোকিত বাংলাদেশ