
শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার চন্দ্রকোনা বাজারে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী। দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো, মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজ।
আদালত সূত্রে জানা গেছে, বিনা লাইসেন্সে ও ক্রেতাকে ক্যাশমেমো না দিয়ে রাসায়নিক সার বিক্রির অপরাধে প্রতিটি দোকান মালিককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীনসহ ওই ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় গান্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী জানান, কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।