
যশোরের চৌগাছার পাশাপোল আম জামতলা মডেল কলেজের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত সোমবার কলেজ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাহিদ আলমের সভাপতিত্বে ও প্রভাষক আজিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোসাম্মৎ তাসমীন জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম বজলুর রশিদ। সমাবেশে বক্তারা বলেন, কোনোভাবেই ছেলে মেয়েদের হাতে স্মার্ট ফোন তুলে দেওয়া যাবে না।
বক্তারা আরও বলেন অবশ্যই মাদক এবং বাল্যবিবাহ থেকে দূরে থাকতে হবে। মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থাকতে পারলেই আমরা আমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।