
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে (আনোয়ার মেম্বার) দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
দখলদারিত্বের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন গত সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এখন থেকে আনোয়ার হোসেনের সঙ্গে দলের কোনো পর্যায়ে সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল কখনও নেয় না। তাই বিএনপিকে জড়িয়ে যারা ব্যক্তি অপরাধের দায় গণমাধ্যমে প্রকাশ করে তাদের মধ্যে অসৎ রাজনৈতিক উদ্দেশ কাজ করে বলে আমরা মনে করি। বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই।
উল্লেখ্য, গত প্রেসক্লাব যশোরে পেট্রোল পাম্প দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তনিমা তাসনুমা নামে ভুক্তভোগী পরিবারের সদস্য।