ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়িত হবে

বললেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়
প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়িত হবে

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত ১১তম গ্রেড শিগগিরই বাস্তবায়িত হবে এবং তাদের অন্যান্য দাবি দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে। আশা করি শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবে এবং বছরের শেষ বার্ষিক পরীক্ষা ও পাঠদানে শিক্ষার্থীদের হুমকির মুখে ফেলবে না। গতকাল ভোলার মনপুরা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

এছাড়াও বিচ্ছিন্ন চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট সম্পর্কে তিনি আরও বলেন, শিগগিরই নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে চরাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট নিরসন করা হবে এবং দুর্গম চরাঞ্চলে শিক্ষকদের বিশেষ ভাতার আওতায় আনা হবে।

পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অফিসরুম ও অবকাঠামো পরিদর্শন করেন। এরমধ্যে রয়েছে, হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫নং কাউয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরফৈজুদ্দিন ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে দ্বীপাঞ্চলে প্রতিকূল পরিবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপদেষ্টা।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিনী ডা. রমা সাহা, শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক, মনপুরা উপজেল নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মো. কামরুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত