ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাদক ও সন্ত্রাস নির্মূলে পরস্পর সহযোগিতা জরুরি

বললেন উপদেষ্টা ফাওজুল কবির
মাদক ও সন্ত্রাস নির্মূলে পরস্পর সহযোগিতা জরুরি

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সন্দ্বীপে মাদক ও সন্ত্রাস নির্মূলে পরস্পর সহযোগিতা জরুরি। অন্যথায় এটি নির্মূল অসম্ভব। সন্দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় দীর্ঘদিন ধরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরের বাইরে ছিল। অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সরেজমিনে সন্দ্বীপ ঘুরে দেখেছেন। এখন থেকে সবার নজর যেন সন্দ্বীপের দিকে থাকে সে চেষ্টা করেছি। তিনি গতকাল রহমতপুর ব্লক বেড়িবাঁধ ও গুপ্তছড়া সড়ক চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সন্দ্বীপ উপজেলা পরিষদ সভা কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন। উপদেষ্টা বলেন, সন্দ্বীপ মাদকের রুটে পরিণত হয়েছে। মদক ও সন্ত্রাস অঙ্গাঙ্গীভাবে জড়িত। জনগণের সহযোগিতা ছাড়া মাদক ও সন্ত্রাস দূর করা সম্ভব নয়। নিজেদের সাহায্য নিজেরা না করলে অন্য কারো সাহায্য কাজে আসবে না। সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান আরও বলেন, ১০ ডিসেম্বরের মধ্যে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে সিট্রাক চালু হবে। যাত্রীদের দুর্ভোগ এড়াতে ও ফেরি চলাচল নির্বিঘ্ন করতে দুই পাড়ে লো, মিড ও হাই তিনটি ঘাট হওয়া প্রয়োজন। সন্দ্বীপের বিদ্যুৎ সুবিধা বঞ্চিতদের উদ্দেশে তিনি বলেন, ‘সন্দ্বীপে ৫ হাজার পুলের চাহিদা রয়েছে। ২০০ পুল এসেছে আপাতত। দেড় হাজার পুলের জন্য টেন্ডার পাঠানো হয়েছে। কোনো অনিয়ম না করে আবেদনের ক্রমিক অনুযায়ী নিয়মমাফিক পুল বিতরণ করা হলে বাকি পুলগুলোও দেওয়া হবে। সড়ক নির্মাণ কাজে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘বিদ্যমান রাস্তার কাজ ভালো না হলে, ভবিষ্যতে আর কোনো নতুন রাস্তার কাজের অনুমোদন দেওয়া হবে না। সন্দ্বীপ ও নোয়াখালীর সীমানা জটিলতা নিরসন বিষয়ক এক প্রশ্নে তিনি বলেন, সীমানা বিরোধ নিরসনে জেলা প্রশাসন কাজ করছে। ন্যায্যতা অনুযায়ী সমাধান করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঞ্চালনায় মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত