ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা

চট্টগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে গত তিন নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করে দলটি। গতকাল বৃহস্পতিবার ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা কামাল পাশা। এর আগে প্রথম দফায় মনোনয়ন ঘোষণায় তার নাম না আসায় উৎকণ্ঠায় পড়ে যায় দলীয় নেতাকর্মী সমর্থকরা। তাকে মনোনয়ন দেওয়ার জন্য রাজপথে নামে মোস্তফা কামাল পাশার অনুসারিরা। অত্র আসনে আরও মনোনয়ন চেয়েছিলেন-বিএনপির একাধিক নেতা।

মোস্তফা কামাল পাশাসহ আরও আলোচনায় ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, তরিকুল আলম তেনজিং, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলেল সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিউদ্দীন ফয়সালসহ একাধিক নেতা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ সন্দ্বীপ আসনে মোস্তফা কামাল পাশার নাম ঘোষণা করে বিএনপির কেন্দ্রিক মনোনয়ন বোর্ড। উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চারবার সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০ সালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০০১ সালের পহেলা অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মোস্তাফিজুর রহমানকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিএনপির ভরাডুবির মধ্যেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত