
খাগড়াছড়িতে বনবিভাগ ও ওয়াইল্ড লাইফ ডিভিশন চট্টগ্রামের যৌথ অভিযানে ৬টি হরিণ, ১টি ভাল্লুক ও ২টি বানর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা সদরের তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে দুই স্থান থেকে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়। জানা যায়, তেতুলতলা গ্রামে সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমার বসত বাড়ি ও বাগান বাড়িতে দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী ছিল। বিভিন্ন শিকারির কাছ থেকে তিনি এসব প্রাণী সংগ্রহ করেছেন বলে বন বিভাগের ইনফোর্সমেন্ট টিমের কাছে স্বীকার করেছেন। খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা জানান, গোপন সংবাদেরভিত্তিতে ওয়াইল্ড লাইফ বিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে ৬টি হরিণ, ২টি বানর ও ১টি ভাল্লুক উদ্ধার করা হয়। সাবেক এক জনপ্রতিনিধির হেফাজতে এসব বন্যপ্রাণী ছিল। তিনি প্রাথমিকভাবে ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বন্যপ্রাণী ঘর বাড়িতে লালন পালনের বিধান নেই বুঝতে পেরে তিনি বন বিভাগকে হস্তান্তর করে দেন। উদ্ধার বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ চট্টগ্রাম বিভাগের মাধ্যমে ডুলহাজারা সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে।