
রাজবাড়ী সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বসন্তপুর ও উদয়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে একটি বিদেশি রিভলভার (মেড ইন জার্মানি), একটি তাজা রিভলভার অ্যামুনিশন, একটি ওয়ান শুটার গান, সাতটি ওয়ান শুটার অ্যামুনিশন, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা কেরু মদের বোতল, পাঁচটি খালি মদের বোতল, একটি চাকু, দুটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, দুটি হকিস্টিক, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে আরিফ খান এবং উদয়পুর ইউনিয়নের গাবলা গ্রামের মৃত আকমল খানের ছেলে লিটু খান।
পুলিশ জানায়, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল এ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিদের ও উদ্ধারকৃত মালামাল রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে। রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ আরিফ খান ও লিটু খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।