ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

তিতাসে জেলা প্রশাসকের মতবিনিময়

তিতাসে জেলা প্রশাসকের মতবিনিময়

কুমিল্লার তিতাসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের দ্বিতীয় তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসক মু. রেজা হাসান উপজেলা ভূমি অফিস, তিতাস থানা ভবন পরিদর্শনসহ গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন। এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদের মিলনায়তনে গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন। উক্ত কর্মশালায় উপজেলার ৯টি ইউনিয়নের ৭০ জন গ্রাম পুলিশ ও দফাদার অংশগ্রহণ করে।

এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের কুমিল্লার উপ-পরিচালক মেহেদী মাহমুদ আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান ও তিতাস থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত