ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সরাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সরাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আপন ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মিঠুন মিয়া (৩৫)। তিনি পাকশিমুল গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠুন মিয়া গত সোমবার রাতে বাড়িতে ফেরার সময়ে ছোট ভাই ইমরান মিয়ার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এ সময় ইমরান ক্ষিপ্ত হয়ে বড় ভাই মিঠুন মিয়ার বুকে আঘাত করেন। এতে মিঠুন মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মিঠুনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান- ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত