ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাফিক বিভাগে রাজস্ব আদায়ের রেকর্ড

সিরাজগঞ্জে ট্রাফিক বিভাগে রাজস্ব আদায়ের রেকর্ড

সিরাজগঞ্জে ট্রাফিক বিভাগের এক মাসে ৩০ লাখের বেশি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। অনলাইনে ৫৭৫টি মামলায় এ রাজস্ব আদায়ে রেকর্ড গড়েছে ট্রাফিক বিভাগ। জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোফাকখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ জেলা উপজেলা শহর, মহাসড়ক ও সড়ক পথে ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র না থাকায় ডিসেম্বর মাসে যানবাহনের মালিক ও শ্রমিকের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। রেজিস্টেশন ও বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোর দায়ে গত মাসে অনলাইনে ৫৭৫টি মামলা করা হয়েছে।

এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩০ লাখ ২,৫০০ টাকা। এ রাজস্ব আদায় সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের রেকর্ড। গত ডিসেম্বর মাসে রেজিস্টেশন বিহীন ৭২টি মোটরসাইকেল আটকের পর মালিকরা বিআরটিএ অফিসে টাকা জমা দেওয়ার পর তা ছেড়ে দেওয়া হয়েছে। এতে বিআরটিএ অফিস প্রতিটি মোটরসাইকেল থেকে নিম্নে ১৫ হাজার করে টাকা রাজস্ব পেয়েছে। একই অপরাধে সদর থানাসহ বিভিন্ন থানায় কমপক্ষে ৯০টি রেজিস্টেশন বিহীন মোটরসাইকেল আটক রাখা হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, এ জেলায় রেজিস্টেশন বিহীন ও বেআইনিভাবে চলাচল করা যানবাহন আটক এবং জরিমানা আদায় ট্রাফিক আইনের অংশ। এরই অংশ হিসেবে ট্রাফিক বিভাগ যে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে। এ রাজস্ব আদায়ের কৃতিত্ব সরকারের। জনস্বার্থে এ কার্যক্রম চলবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত