ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পরীক্ষায় ফেল করায় বিদ্যালয়ে ছাত্রদের তালা

পরীক্ষায় ফেল করায় বিদ্যালয়ে ছাত্রদের তালা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় স্কুলে তালা দিল কয়েকজন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।

জানা যায়, লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনি পরীক্ষায় কয়েকজন শিক্ষার্থী ফেল করায় এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের সুযোগ পায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে ফেল করা শিক্ষার্থীরা ও তাদের বন্ধুরা স্কুল অফিসে তালা লাগায়।

এ বিষয়ে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হাসিনা মমতাজ বলেন, নির্বাচনি পরিক্ষায় ১০ জন শিক্ষার্থী ফেল করে, গতকাল তারা ফেল তুলে দিয়ে পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য বলে। শিক্ষকরা সেটা না মানায় এই শিক্ষার্থীরা এসে স্কুলে তালা দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে তালা খুলে দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত