ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কোরআন শরিফ বিতরণ

কোরআন শরিফ বিতরণ

মাদারীপুরের কালকিনিতে আর্ত মানবতার সেবায় নিয়োজিত উপজেলার বৃহত্তম সেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রবাসি ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, ৬০০ জেল কোরআন শরীফ, ৭ পিছ হুইল চেয়ায়, ২ জন অসহায়কে টিন ও ১০টি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা লোকমান বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিয়াজ বেপারী।

এসময় উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, কালকিনি সোনালী ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান শেখ, সংগঠনের উপদেষ্টা আনিস বেপারী, আবুল খায়ের মোল্লা, প্রধান শিক্ষক সেলিম রেজা, সহ-সভাপতি আমিনুল ইসলাম সুমন, খোকন হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মনির হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমান বেপারী, শিকারমঙ্গল ইউনিয়নের সভাপতি আবু নাঈম, কয়ারিয়া ইউনিয়নের সভাপতি বশির উল্লাহ, প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত