ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের নারী সহযোগী আটক

আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের নারী সহযোগী আটক

কক্সবাজারে রামুর গর্জনিয়ায় বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাকাত দলের এক নারী সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার সকালে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা সামিরাঘোনা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। আটক জেসমিন সুলতানা রিয়া (২০) একই এলাকার নুর আহম্মদের মেয়ে। মনিরুল ইসলাম বলেন, গতকাল সকালে রামু গর্জনিয়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে অপরাধ সংঘটনের উদ্দেশে কিছু আগ্নেয়াস্ত্র মজুতের খবর পায় আইনশৃংখলা বাহিনী। পরে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথদল সেখানে অভিযান চালায়।

এতে যৌথ বাহিনীর সদস্যরা সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ৩-৪ জন লোক কৌশলে পালিয়ে যায়। এ সময় বসত ঘরটি থেকে এক নারীকে আটক করা হয়। পরে বসত ঘরটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২টি বিদেশি পিস্তল, দেশিয় তৈরি ১টি বন্দুক, বিভিন্ন ধরনের ৫৫টি গুলি, কার্তুজের ৪টি খালি খোসা, ১টি বন্দুকের বাট, ১টি খেলনার পিস্তল, ২টি লম্বা দা ও ১টি কাটার। ওসি বলেন, আটক নারী রামুর পাহাড়ি এলাকা কেন্দ্রিক সক্রিয় একটি ডাকাত দলের সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্রগুলো চিহ্নিত ডাকাত নুরুল আবছার ওরফে ল্যাং আবছার ও আব্দুর রহিম তার হেফাজতে মজুত রেখেছিল। পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত