ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কৃষিজমির উপরিভাগের মাটি কাটায় ৮ লাখ টাকা জরিমানা

কৃষিজমির উপরিভাগের মাটি কাটায় ৮ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অপরাধে স্বপন কবিরাজ নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট চলাকালীন সময়েই জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে একদিকে যেমন কৃষিজমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও মারাত্মক প্রভাব পড়ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাওছার বলেন, কৃষিজমির উপরিভাগের মাটি কাটা সম্পূর্ণভাবে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে জমির উর্বরতা নষ্ট হয় এবং ভবিষ্যতে খাদ্য উৎপাদনে মারাত্মক সংকট সৃষ্টি হতে পারে। সরকার কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, রায়পুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন সদা তৎপর রয়েছে। যারা আইন অমান্য করে কৃষিজমি ধ্বংস করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ইউএনও সাধারণ জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোথাও অবৈধভাবে মাটি কাটার ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানান।

উপজেলা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। তারা বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হলে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধ হবে এবং কৃষিজমি ও পরিবেশ সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত