ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতে আটক চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক

ভারতে আটক চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের পর দুই বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। গরু চোরাকারবারি সন্দেহে তাদের আটকের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত মঙ্গলবার ভোরে সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কেনু মিয়ার ছেলে মো. খায়রুল ইসলাম (৩২) এবং একই গ্রামের আলী হোসেনের ছেলে মো. মোমিন হোসেন (৩০)।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দেবীপুর গ্রামের জহুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯/৭ এস দিয়ে ভারতের প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন ৪ জন। এ সময় ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের ভাগিরথী ক্যাম্পের একটি টহলদল তাদের ধাওয়া করে। বিএসএফ এ সময় খাইরুল ও মোমিনকে আটক করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনার সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন মো. বাবু (২৩) ও মো. পিথু (৩০) বিএসএফের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হন। জানা গেছে, বাবু ভারতের অভ্যন্তরে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং পিথু বাংলাদেশে ফিরে এসে নিজ এলাকায় আত্মগোপন করে আছেন। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে গরু আনার উদ্দেশে সীমান্ত অতিক্রম করেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত