ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কিশোর কণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আজিজুর রহমান আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার চেয়ারম্যান ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কিশোর কণ্ঠ ফাউন্ডেশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান সুমন সরকার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত