ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বৈধ

বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বোর্ড। গতকাল রোববার সন্ধ্যায় কাঙিক্ষত এই রায় প্রদান করা হয়। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে নকলা ও নালিতাবাড়ীর বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহিম চৌধুরীর নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এর আগে গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর কার্যালয়ে যাচাই-বাছাই শেষে দ্বৈত নাগরিকত্বের (বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া নাগরিকত্ব থাকা) অভিযোগে মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে ৯ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের ভিত্তিতে ১২ জানুয়ারি শুনানি শেষে তার প্রার্থিতা স্থগিত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত