
আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বাহিনীটি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, এসজিপি, পিএসসি। তিনি জানন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহল, তল্লাশি কার্যক্রম ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালানি পণ্য অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আর বলেন, ২০২৫ সালে ময়মনসিংহ সেক্টরের অধীন ব্যাটালিয়নগুলোর অভিযানে ১৪৭ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫৮ কোটি ৪০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য প্রতিটি ব্যাটালিয়নে দুই প্লাটুন করে বিজিবি সদস্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে এসব সদস্য মোতায়েন করা হবে।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ২ হাজার ৫২০ জন বিজিবি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে নির্বাচনকালীন আচরণবিধি, আইনগত দায়িত্ব, জনসাধারণের সঙ্গে সমন্বয় এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার কৌশল অন্তর্ভুক্ত ছিল।
নির্বাচনে শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও কুড়িগ্রাম জেলার ৬২টি উপজেলার ৩৯টি সংসদীয় আসনে মোট ১২৬ প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এরমধ্যে ১১টি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচন-পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট সব উপজেলা ও ভোটকেন্দ্রে রেকি ও নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন সময়েও ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ২৪২ দশমিক ৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত ৪৮টি বিওপি পূর্ণ সক্ষমতায় সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করবে। সংবাদ ব্রিফিংয়ে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে।