ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আমতলীতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা

আমতলীতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা ১ আসনের আমতলী উপজেলায় মোট ৮টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র থাকায় তাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন অফিসার। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরগুনা-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত আমতলী-তালতলী ও বরগুনা সদরে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ১৭২ জন। এর মধ্যে আমতলী উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ১ হাজার ৯৭৯ জন। মোট ভোটকেন্দ্র ৬৫টি এবং বুথ রয়েছে ৪০০টি। এসব ভোটকেন্দ্রের মধ্যে ৮টিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ভোটগ্রহণের দিন এসব কেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম পরিচালনা করবেন। এরইমধ্যে ৩৯টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ এলে স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর বিল পরিশোধ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, নির্বাচনের আগে সব ভোটকেন্দ্রে প্রয়োজনীয় অবকাঠামোগত ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, ভোটগ্রহণ চলাকালে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সিসিটিভি ক্যামেরা কার্যকর ভূমিকা রাখবে। এতে ভোটারদের আস্থা বাড়বে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত