
ঝিনাইদহের মহেশপুরের বাগাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচরের সময় ৫ পিচ স্বর্ণের বারসহ ফয়সাল হোসেন শিশির (২৬) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি। ফয়সাল হোসেন শিশির উপজেলার খোশালপুর গ্রামের মনজিল তরফদারের ছেলে।
গতকাল শুক্রবার বিকালে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্যাটালিয়ন ৫৮ বিজিবি এর বাগাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল গতকাল শুক্রবার সকালে উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের বাজারস্থ ব্রিজের উপর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার সময় ১টি স্বর্ণের টুকরাসহ ৪টি স্বর্ণের বার, ১টি মোবাইল ফোন ও ১টি বাইসাইকেলসহ ফয়সাল হোসেন শিশির (২৬) নামে স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।