ঢাকা শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

এভাবে সড়ক অবরোধ কাম্য নয়

হৃদয় পান্ডে
এভাবে সড়ক অবরোধ কাম্য নয়

বর্তমান সময়ে রাস্তায় অবরোধ করে আন্দোলন করা এক বিরক্তিকর প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। যেকোনো সমস্যার প্রতিবাদ জানাতে জনসাধারণের অসুবিধার কথা বিবেচনা না করেই অনেকেই রাস্তা অবরোধ করে আন্দোলনে বসেন। এর ফলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অফিসগামী মানুষ এবং জরুরি পরিষেবা ভোগান্তির শিকার হচ্ছে। জরুরি রোগী পরিবহন, অ্যাম্বুলেন্স চলাচল বাধাগ্রস্ত হওয়া থেকে শুরু করে যানজট, অসহায়ভাবে রাস্তার মধ্যে আটকে থাকা মানুষদের দুর্ভোগ এই আন্দোলনের অন্যতম ক্ষতিকর দিক। রাস্তায় আন্দোলনরত ব্যক্তিরা নিশ্চয়ই তাদের দাবি আদায়ে সচেষ্ট হতে পারেন, তবে রাস্তা অবরোধের বিকল্প পদ্ধতি অবলম্বন করা অত্যন্ত জরুরি। তারা তাদের দাবির কথা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর জন্য অন্য কোনো শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পন্থা বেছে নিতে পারেন। যেমন গণস্বাক্ষর সংগ্রহ, প্রশাসনের সামনে শান্তিপূর্ণ সমাবেশ বা মিডিয়ার মাধ্যমে মতামত প্রকাশ। এসব বিকল্প পদ্ধতি অবলম্বন করলে জনজীবন ব্যাহত না করেই আন্দোলন সম্ভব হবে এবং কর্তৃপক্ষের কাছেও দাবি পৌঁছে যাবে। আমাদের সমাজে ইতিবাচক আন্দোলনের সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য রাস্তায় অবরোধের পরিবর্তে নতুন এবং সুশৃঙ্খল পদ্ধতির প্রয়োগ প্রয়োজন। আশা করি, সবাই রাস্তায় আন্দোলন করার কুফল সম্পর্কে সচেতন হবেন এবং দাবি আদায়ে বিকল্প, গঠনমূলক পদ্ধতি অবলম্বন করবেন। এতে করে একদিকে যেমন জনদুর্ভোগ কমবে, অন্যদিকে আন্দোলনও তার শক্তি ও গুণগত মান বজায় রাখতে পারবে।

শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ

ঢাকা কলেজ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত