ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করুন

মহিমা খান
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশিরভাগ মানুষের চলাচলের একমাত্র মহাসড়ক কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক। মহাসড়কের পাশে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কুষ্টিয়া সদরের বিত্তিপাড়া, লক্ষ্মীপুর, মধুপুর এবং ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় প্রায় এক কিলোমিটার সড়ক চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ইটের সলিং দিয়ে দায় এড়ানোর চেষ্টা চালানো হলেও তা বড় দুর্ভোগের কারণ। বর্ষাকালে গর্তগুলোতে পানি জমে আরও বিপজ্জনক হয়ে ওঠে। অতিরিক্ত যানবাহনের চাপে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করে। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এর পাশাপাশি শিক্ষার্থীরা যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারে না। এতে প্রত্যেকের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এ অবস্থায় মহাসড়কটি দ্রুত সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত