রোগীদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে আইনগত নানা জটিলতায় পড়তে হয়। সম্প্রতি এ সম্পর্কিত আইনটি সহজ ও সময়োপযোগী করা হচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। এ দেশের জনগণের একটি বড় অংশ ডায়বেটিস ও উচ্চরক্তচাপে ভুগছে। এ কারণে দেশের বিশাল জনগোষ্ঠী কিডনি বিকলসহ নানা জটিলতায় ভুগছে। তবে কিডনি ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে রয়েছে কিছু আইনগত বাধ্যবাধকতা। এ কারণে উচ্চবিত্ত কিডনি রোগীরাই শুধু নন, মধ্যবিত্ত শ্রেণির মানুষও সহায় সম্বল বিক্রি করে দেশে চিকিৎসা না করিয়ে ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের মতো দেশে যান। এতে দেশের বিপুল অঙ্কের অর্থ বিদেশে চলে যায়।
আবার দেশে কিডনি পরিবর্তনের ক্ষেত্রেও দেখা যায় দালালরা টাকার লোভে অনৈতিকভাবে তা সংগ্রহের ব্যবস্থা করে, যে কারণে রোগী এবং ডোনার পরবর্তীকালে নানা জটিলতার সম্মুখীন হন। এসব বিবেচনায় নিয়ে সরকার কিডনি ট্রান্সপ্ল্যান্টের আইনটি সময়োপযোগী করছে। তবে আইনটি সময়োপযোগী করা হলেও কিডনি পাচারকারী ও দালালদের দৌরাত্ম্য যেন বন্ধ হয়, সেজন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন।
মিরাপাড়া, মুন্সীগঞ্জ