ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হারিয়ে যাচ্ছে পুরোনো সমাজব্যবস্থা, ফিরিয়ে আনা জরুরি

আলমগীর আলম
হারিয়ে যাচ্ছে পুরোনো সমাজব্যবস্থা, ফিরিয়ে আনা জরুরি

মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ হয়েই মানুষকে বেঁচে থাকতে হয়। দিন দিন আমাদের সমাজব্যবস্থা হারিয়ে যেতে বসেছে। বর্তমানে সমাজের অধিকাংশ ক্ষেত্রেই চলছে পারিবারিক বিবেদ কলহ। এটা অবশ্যই সামাজিক অবক্ষয়। এর থেকে দ্রুত মুক্তি অর্জন করতে না পারলে অথবা পুরোনো সমাজ ফিরিয়ে আনতে না পারলে দেশ আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে নিঃসন্দেহে।

পুরোনো সমাজে এক সময় কোনো বাড়িতে বিয়ে হলে পানছলা হতো, ছোটকাল হতেই দেখতাম সমাজের প্রতি ঘর থেকে একজন করে পানছলায় উপস্থিত থাকতেন, আজকাল আধুনিক সমাজে আমরা এসব হারিয়ে ফেলেছি। তারই ধারাবাহিকতায় পরিবার, পরিজন আত্মীয়-স্বজনদের মধ্যে এক ধরনের দূরত্বের সৃষ্টি হয়েছে। পাড়ায় পাড়ায় নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হতে চলেছে। সংকটে আজ আমাদের সেই ঐক্যবদ্ব সমাজ? সমাজ পরিবর্তন হয়েছে নেগেটিভ ধারায় উঠতি বয়সের তরুণরা ক্রমশ বিপদগামী হচ্ছে। কেউ কারো কথা শুনছে না, কখনও কখনও যারা সমাজের নেতৃত্ব দিয়েছিল তারাও তাদের পুরোনো সমাজব্যবস্থা ফিরে পেতে ঐক্য প্রক্রিয়া শুরু করতে চেষ্টা চালাচ্ছেন। পটিয়ার বিশিষ্ট সমাজ কর্মী নুরুল আলম সওদাগর বলেন বর্তমান সামাজিক অবক্ষয় ফিরিয়ে আনা জরুরি।

মানুষের জন্য আমরা যখন কাজ করি সমাজের গণ্যমান্যদের দায়িত্ব দিতে চাই; কিন্তু তারা এখন তা নিতে চাই না সামাজিক কাজ ঐক্যবদ্বভাবে করতে না পারায় সকলের মধ্যে নানা মতামতের সৃষ্টি হয়েছে যা পারিবারিক প্রতিহিংসায় রূপ নিচ্ছে। আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট-৩-এর গভর্নর সৈয়দ মিয়া হাসান বলেন, পুরোনো সমাজব্যবস্থা ফিরিয়ে আনতে পারলেই সব পারিবারিক কহল, অবক্ষয় ও নিরাপদ জীবন গড়ে উঠেবে নিঃসন্দেহে।

সমাজের অধিকাংশ ক্ষেত্রেই ঐক্যদ্ধ না থাকায় প্রতিনিয়ত গঠছে নানান দুর্ঘটনা। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারে মানুষ পরিবর্তন হয়েছে; কিন্তু আধিকাল থেকে গড়ে ওঠা আমাদের সেই সমাজব্যবস্থা আজ হারিয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। আবারও হারিয়ে যাওয়া সমাজের সেসব স্মৃতি পুনরায় ফিরিয়ে পেতে সচেতন নাগরিক ও মহলের এগিয়ে আসা খুবই জরুরি।

লেখক : প্রেসিডেন্ট এপেক্স ক্লাব অব পটিয়া, যুগ্ম সদস্য সচিব, পটিয়া সচেতন নাগরিক ফোরাম ও সমাজকর্মী

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত