ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শীতের প্রকোপে আর্তনাদ : মানবিকতায় গড়ি উষ্ণতার আয়োজন

ড. মো. আনোয়ার হোসেন
শীতের প্রকোপে আর্তনাদ : মানবিকতায় গড়ি উষ্ণতার আয়োজন

প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুবৈচিত্র্যের বাংলাদেশে শীত আসে হিমেল পরশ নিয়ে। কিন্তু এই পরশ সবার জন্য আশীর্বাদ হয়ে আসে না। কারও জন্য শীত মানে পশমি চাদর আর গরম কফির আয়েশ, আবার কারও জন্য এটি জীবন-মরণের লড়াই। ২০২৬ সালের এই জানুয়ারিতে বাংলাদেশের উত্তর জনপদসহ সারা দেশে শীতের যে ভয়ংকর রূপ আমরা দেখছি, তা শুধু জলবায়ু পরিবর্তনেরই ফল নয়, বরং এটি আমাদের মানবিকতার এক কঠিন পরীক্ষা। কনকনে ঠান্ডা বাতাসে যখন ছিন্নমূল মানুষের হাড় কাঁপে, তখন সেই কাঁপন যেন আমাদের বিবেককেও নাড়া দিয়ে যায়।

২০২৬ সালের শুরুতেই বাংলাদেশ এক তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। বর্তমানে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ৪ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ৫.২ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ এবং চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। হিমালয় থেকে আসা সরাসরি শীতল বায়ুর কারণে এসব অঞ্চলে কুয়াশার চাদরে ঢাকা থাকছে দিনভর, যার ফলে সূরে‌্যর দেখা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।

সাধারণত বাংলাদেশের মানুষের শরীর ১৫ক্ক সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারে, তবে এর নিচে নামলে কষ্টসাধ্য হয়ে পড়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শৈত্যপ্রবাহের সঙ্গে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার দাপট বর্তমান আবহাওয়াকে অমানবিক করে তুলেছে। তীব্র ঠান্ডায় কুঁকড়ে যাওয়া ছিন্নমূল মানুষের আর্তনাদ আর খড়কুটো জ্বালিয়ে বাঁচার লড়াই যেকোনো বিবেকবান মানুষকে কাঁদিয়ে দেয়। হাড়কাঁপানো শীতে খোলা আকাশের নিচে থাকা বৃদ্ধ ও শিশুদের জবুথবু অবস্থা সহ্য করার ক্ষমতাকে ছাড়িয়ে গেছে। এক টুকরো গরম কাপড়ের অভাবে যখন কোনো শিশু থরথর করে কাঁপে, তখন প্রকৃতির এই নিষ্ঠুরতা আমাদের চরম অসহায়ত্বকে ফুটিয়ে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শীতার্ত মানুষের করুণ ছবিগুলো আমাদের মানবিকতাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। এই হাড়কাঁপানো ঠান্ডায় সামান্য উষ্ণতার অভাবে নিভে যাওয়া প্রাণগুলোর গল্প অত্যন্ত হৃদয়বিদায়ক ও কষ্টের।

ড. মো. আনোয়ার হোসেন

প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত